পাওনা টাকা নিয়ে বিরোধে ওষুধ ব্যবসায়ীকে হত্যা, আসামি গ্রেফতার প্রশংসায় ভাসছে পুলিশ সুপার

দিনাজপুর প্রতিনিধি:

ছবি সংগৃহীত 


দিনাজপুরের বোচাগঞ্জে ওষুধ ব্যবসায়ী সাধক চন্দ্র রায়ের হত্যার রহস্য উদঘাটনসহ একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুরের সাধারণ মানুষের মাঝে প্রশংসা ভাসছে মো. মারুফাত হুসাইন পুলিশ সুপার । একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার ঠাকুরগাঁও থেকে মনোদ্বীপ রায় (২০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে।

শনিবার (২৮ জুন) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফাত হোসেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রায় এক মাস আগে মনোদ্বীপ রায় সাধক চন্দ্র রায়ের কাছ থেকে ১১ হাজার টাকা ধার নেন। টাকা পরিশোধে দেরি হওয়ায় সাধকের মা ও মনোদ্বীপের মায়ের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে মনোদ্বীপের মা তাকে গালাগালি করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এর জের ধরে গত সোমবার রাতে মনোদ্বীপ রায় সাধককে গ্রামের পাশের এক পুকুরপাড়ে ডেকে নেন। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি একটি বাঁশের লাঠি দিয়ে সাধকের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাধকের মৃত্যু হয়। পরে মরদেহটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পর দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও থেকে মনোদ্বীপকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাধককে হত্যার কথা স্বীকার করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানা, অতিরিক্ত পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.