খাগড়াছড়ি, প্রতিনিধি:
![]() |
ছবি সংগৃহীত |
খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনে অফিস শুভ উদ্বোধন করেন সংগঠনে প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে রামেসু বাজারে পাশেই বটতলাতে গুইমারা উপজেলা শাখা অফিস উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে আগত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নেতৃবৃন্দরা। এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, গুইমারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলী, সাংগঠনিক সম্পাদক ডালিম, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উপজেলা কমিটির সভাপতি অংগ্য মগ, সাধারণ সম্পাদক পাইসাউ মারমা,সাংগঠনিক সম্পাদক উগ্য মারমা (মেম্বার), জেলা কমিটির বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মংনু মারমা, উপজেলা কমিটির মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি চহলা মারমা, সাধারণ সম্পাদক দুংরীঅং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন, গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে অধ্যুষিত এলাকায় হিসেবে মারমা ঐক্য পরিষদ ঘাঁটি, এখানে মারমা ঐক্য পরিষদ আদর্শের লোকজন এই কার্যালয়ে বসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় করতে পারবেন। আজকে সংগঠনে কার্যালয়ের উদ্বোধন করতে পেয়ে আমি খুবই আনন্দিত ।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞