আকচা ইউনিয়ন পরিষদে ঐতিহাসিক ৭ মার্চ পালন

 নিজস্ব প্রতিবেদক :

বিডিসি টেলিভিশন 


 ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার ভোরে সূর্য্য উদয়ের সাথে সাথে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় উত্তোলন করা হয়।


সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করেন ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন সহ পরিষদের সদস্যগণ।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পরে এক বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। 

 


এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 


দিবসটি উপলক্ষে ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এছাড়া সকাল থেকে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে। দিবসটি পালনে নানা কর্মসূচি পালন করছে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানও।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে তৃতীয়বারের মতো যথাযোগ্য মর্যাদায় পালন করছে ঠাকুরগাঁও জেলা ও উপজেলা প্রশাসন। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁওয়ের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবন এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.