still attribute

⁠☞⁠ "একুশে ট্রিবিউন একটি অনলাইন বৃহৎতম পাঠক প্রিয়ো গনমাধ্যম প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক শাহাজাদ ইসলাম কর্তৃক চালু করা হয়েছে। ঠাকুরগাঁও-৫১০১ ঢাকা বাংলাদেশ"মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

লকার থেকে স্বর্ণ গায়েব: এখনও মামলা করেননি গ্রাহক



ট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে দেড়শ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগের ঘটনায় এখনও থানায় কোনো মামলা দায়ের করেননি গ্রাহক।ভুক্তভোগী রোকেয়া আক্তার বারী জানান, রাতে চকবাজার থানায় মামলা দায়ের করতে পারেন তিনি।


এসময় তিনি অভিযোগ করেন, ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতি বা তাদের কেউই স্বর্ণলংকার গায়েবের সাথে জড়িত। তবে বিষয়টি অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ওই নারী এই ঘটনায় অসংলগ্ন কথা বলছেন বলেও দাবি করেন। তাদের গঠন করা তদন্ত কমিটি ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানান ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।


ভুক্তভোগী ওই গ্রাহক জানান, ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকারে তিনি সাত থেকে আটটি বক্সে প্রায় দেড়শ ভরি স্বর্ণালংকার রেখেছিলেন তিনি। গত ২৯ মে ব্যাংকে গিয়ে দেখতে পান, ৯-১০ ভরি স্বর্ণ ব্যতীত অন্য স্বর্ণালংকারগুলো উধাও হয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.