![]() |
ছবিতে অভিনেত্রী ভাবনা |
গতকাল এক ফেসবুক পোষ্ট দিয়ে ভাবনা জানায় মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজ এর শেষ নেই। মেকআপ ছাড়া ছবি পোষ্ট করে তিনি আরো বলেন বিস্তারিত তার ফেসবুক পোষ্ট থেকে উল্লেখ করা হলো
মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই ।
তবে আমার কাজ যারা দেখেন , তারা জানেন ,আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মান করেছি মেকআপ বিহীন এবংসেই চরিত্র হয়ে উঠার জন্যে আমাকে ডিরেক্টর যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে পর্দায় হাজির হতে ।
আমার প্রথম সিনেমা ভয়ংকর সুন্দর এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি । আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি , এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয় । আমি কখনই সেই চেনা নায়িকাটা হতে চাই নি । আমি হতে চাই আমার মত ।
এই ছবিটা আমার নতুন সিনেমা চারুলতা “র । দেখেই বুঝতে পারছেন । আমি অভিনেতা হতে চাই , তারমানে এই নয় যে আমি ধুম ধারাক্কা নাচে গানে ভরপুর সিনেমা করতে চাই না । আমি ৩ বছর বয়স থেকে নাচ শিখেছি , নাচের সিনেমা তো করবোই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই । এবং এই যে ছোটবেলা থেকে তৈরী হচ্ছি একটু একটু করে একদিন অবশ্যই আপনাদের সবচাইতে প্রিয় অভিনেতা হবো এটাই আমার বিশ্বাস । কারন আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন । তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয় । ভাবনা ।
তিনি নিজের ফেসবুক ভেরিফাইড পেজে পোষ্ট করে এসব কথা বলেন।
এটি/বিনোদন ডেস্ক
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞