ঠাকুরগাঁও ঢোলারহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি:  


প্রতিকি ছবি


ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোঃ আলতাফুর (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ২৯ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে ঢোলারহাট বাজার সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক্টর দ্রুতগতিতে চালিয়ে আসার সময় প্রথমে একটি ছাগলকে চাপা দেয়। ছাগলটিকে চাপা দেওয়ার পর একই স্থানে ঢোলারহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে মোঃ আলতাফুরকে গাড়িটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।


নিহত আলতাফুর ঢোলারহাট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হানিফ মুন্সির ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে ট্রাক্টর চালককে ধরার চেষ্টা করলে তিনি গাড়ি ফেলে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাকে আটক করেন।


রুহিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে 


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.