ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
![]() |
ছবি একুশে ট্রিবিউন |
বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন পঞ্চগড় জেলা নতুন কমিটি গঠন করা হয়েছে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল করিম । পঞ্চগড় জেলা কমিটি সভাপতি, রাশিদুল ইসলাম।পঞ্চগড় জেলা কমিটি সাধারণ সম্পাদক, সোহেল রানা । বিশেষ অতিথি ছিলেন রুনা লায়লা। এই সময়ে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ে জেলা কমিটি ও গ্রামবাসি সদস্য বৃন্দ । বক্তারা বলেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন,এই সংগঠনের হল মানুষের সেবা সংগঠন, গরীব দরিদ্র মেধাবী ছাত্র ও ছাত্রী অসহায় পাশে দাঁড়ানোর আষাস দিয়েছে।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞