ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
![]() |
ছবি একুশে ট্রিবিউন |
রুহিয়ায় ২দিন ব্যাপি সর্টবার ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। ২দিন ব্যাপি ৮ টিমের খেলার আয়োজন করা হয় রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে।
খেলার আয়োজন করেন ১নং রুহিয়া ইউনিয়নের ১০ নং পৌর ওয়ার্ড বিএনপি ছাত্রদল। ২দিনে ৮ টিমের খেলায় আজ চুড়ান্তভাবে প্রতিদ্বন্দিতা করেন রুহিয়া বন্দর পারা স্পোর্টিং ক্লাব বনাম বড়গাঁও একাদশ।
তুমুল প্রতিযোগীতার মধ্যে বড়গাঁ একাদশ ১ গোলে জয়ী হয়।
জয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন মোঃ সাহাবুদ্দিন, সাধারন সম্পাদক, ১০ নং পৌর ওয়ার্ড বিএনপি সাদেকুল ইসলাম, সভাপতি ১ নং রুহিয়া ইউনিয়ন বিএনপি ছাত্রদল, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, আরমান হোসেন সহ আরো অনেকে।
রুহিয়া,
ঠাকুরগাঁও
১৬.০৮.২০২৫
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞