ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক, আহত এক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সাঈদ (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহত আবু সাইদ, ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।আহত হয়েছেন তাঁর সঙ্গী আমিনুল রহমান ওরফে রিপন হাজী (৪৭)।


শনিবার রাত ১ টার দিকে উপজেলার খড়ি বাড়ী পাথরঘাটা দুর্গামন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলাগাছে ধাক্কা খেয়ে পড়ে যান দুজন। ঘটনাস্থলেই মারা যান আবু সাঈদ। গুরুতর আহত রিপনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।


রুহিয়া থানার ওসি একে এম নাজমুল কাদের বলেন, আবু সাঈদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.