মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর
![]() |
ছবি সংগৃহীত |
বাদীর দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, মামলার বাদী মহিদুল ইসলাম মিশন বিবাদী মোঃ নুরুজ্জামানকে ০১/০৯/২০২৪ খ্রিঃ তারিখে প্রাইভেটকারের ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। গত ১৮/০৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সকাল আনুমান ১১:০০ ঘটিকার সময় উক্ত বিবাদী বাদীর নিকট হতে ২০০০ টাকা নিয়ে গাড়িতে গ্যাস ভরার উদ্দেশ্যে চলে যায়।
গাড়িতে গ্যাস ভরে বাসায় ফিরে না আসলে বিবাদীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে গত ২১/০৯/২০২৪ খ্রিঃ তারিখে বিবাদীর স্ত্রী বাদীকে জানান যে, বাদীর গাড়িসহ তার স্বামীকে দিনাজপুরে অজ্ঞাতস্থানে জাহাঙ্গীর নামক এক ব্যক্তি আটকে রেখেছে এবং ১,০০,০০০/- টাকা চাঁদা দাবি করছে। এর প্রেক্ষিতে বাদী ০৫/১০/২০২৪ খ্রিঃ তারিখ হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৩, তাং-১৫/১০/২০২৪ ইং, ধারা: ৩৮১/৩৮৫/৩৪ পেনাল কোড।
এরই প্রেক্ষিতে ইং ২০/০৭/২০২৫ খ্রিঃ তারিখ সময় রাত ০৮:৩০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ডায়াবেটিস মোড় এলাকা হতে এজাহারনামীয় আসামী মোঃ নুর জামান (৪৩)কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ইং ২১/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার সময় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সুইহারি খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ফাইয়াজ উদ্দীন সাজু (৩৫), পিতা- মৃত সামি উদ্দীন, সাং- পশ্চিম মিশন রোড, থানা- কোতয়ালী, জেলা-
দিনাজপুর'কে চুরি যাওয়া প্রাইভেট কার, রেজিঃ নং- ঢাকা মেট্রো গ ১২-৫৭৫১ উদ্ধারসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত সংশ্লিষ্ট আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞