ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
![]() |
ছবি একুশে ট্রিবিউন |
মেয়ে- জামাইকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্বশুর দিনেশ চন্দ্র। বুধবার (২৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে দিনেশ চন্দ্র জানান, কে বা কাহারা আমার মেয়ে ও জামাতার বিয়ের ছবি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার চেষ্টা করছে এবং ফেসবুকে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে আমার ২০ বছর বয়সী মেয়েকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুণ্ডু জোড় করে বিয়ে করেছেন। এমনকি আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মেয়েকে দখলে রেখেছে- যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” আমার মেয়ে সত্যজিৎ কুমার কুণ্ডুকে পছন্দ করতো। পরিবারের উপস্থিতিতে গত ৯ জুলাই হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ে সম্পন্ন হয়।
তিনি আরও জানান, আমার জামাতা ৫ জুলাই মেয়ের জন্মদিনে ভারত থেকে এসেছে এবং ৬ জুলাই রথযাত্রা অনুষ্ঠানে দুজনে একসঙ্গে উপস্থিত ছিল। এসব বিষয়কে ঘিরে কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিথ্যা প্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে তার মেয়ে ও জামাতা ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ের পুলিশকে অবহিত করেছেন।
জোড় করে বিয়ে করার বিষয়ে তিনি বলেন, আমার মেয়ে একজন প্রাপ্তবয়স্ক, সে সম্পূর্ণ স্বেচ্ছায় ও পারিবারিক সম্মতিতে বিয়েতে করেছেন। তাকে জোড় করে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। বিয়ের রেজিস্ট্রেশনে আমার স্ত্রী নিজে উপস্থিত থেকে স্বাক্ষর করেছেন।আমার জামাতা সত্যজিৎ কুমার কুণ্ডু একজন সম্মানিত ব্যক্তি এবং সরকারিভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার মানহানি করতে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
ঠাকুরগাঁও
২৩.০৭.২০২৫
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞