শাহাজাদ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
![]() |
ছবি একুশে ট্রিবিউন |
পর্যটন স্থান হিসেবে জনপ্রিয় হচ্ছে ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট বেলতলা সেচ প্রকল্পটি। পর্যটনের অপার সম্ভাবনার দুয়ার নিয়ে বসে আছে শুক নদীর ওপর নির্মিত ঢোলারহাট বেলতলা সেচ প্রকল্পটি।
বর্তমানে বেলতলা সেচ প্রকল্পটি একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে শুরু করেছে ।
প্রকল্প এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে সেচ প্রকল্পটি। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়।
প্রকল্প এলাকায় গাছপালা, জলাশয় এবং শীতল বাতাসের মেলবন্ধনে প্রকৃতির সাথে এক অদ্ভুত সাদৃশ্য সৃষ্টি হয়েছে, যা সকলকে মুগ্ধ করে। এছাড়া, এখানে অবস্থানরত প্রকল্পের সুবিধাজনক জায়গায় বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শনার্থীরা নিয়মিত আসছেন।
ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ২১ নং ঢোলারহাট এলাকায় ১৩ শত হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে স্থাপন করা হয়েছে এই সম্পূরক সেচ প্রকল্পটি।
দেখতে এসে একজন প্রতিবেদকে বলেন, আমি ভুল্লি থেকে এসেছি দেখতে শুনলাম এখানে নতুন বাঁধ নির্মাণ করা হয়েছে,দেখে অনেক ভালো লাগছে, মন শান্তি করার মতো পরিবেশ।
এটি শুধু ঠাকুরগাঁও জেলাবাসীর জন্যই নয়, বরং পুরো উত্তরাঞ্চলের জন্য এক নতুন পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে। স্থানীয় প্রশাসন এবং পর্যটন কর্মকর্তারা বেলতলা সেচ প্রকল্পকে আরো উন্নত করার পরিকল্পনা করছেন, যাতে এখানকার পর্যটন খাত আরো সমৃদ্ধ হতে পারে।
স্থানীয় কৃষক বিকাশ চন্দ্র বলেন,এখানে বাঁধ নির্মাণ করায় আমাদের অনেক উপকার হয়েছে আগে জমি গুলোতে সেচ দিতে পারতাম না জলের অভাবে। এখন এই বাঁধ নির্মাণ করায় ঠিক মতো জমিতে সেচ দিতে পারবো।
এখন, বেলতলা সেচ প্রকল্পটি তার অপার সম্ভাবনা নিয়ে পর্যটকদের জন্য এক নতুন স্বপ্ন দেখাচ্ছে।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞