খাগড়াছড়িতে খুচড়া সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:



খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের রাখা ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (বুধবার) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে “খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ” খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কৃষকদের কাছে সার সরবরাহের ক্ষেত্রে খুচরা সার বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৯ সালের যে নীতিমালা বাতিল করে ২৬ নীতিমালা তৈরি করা হচ্ছে সেখানে খুচড়া সার ডিলারদের বাতিল করার কথা রেয়েছে। এতেকরে দেশের প্রান্তিক কৃষক ভোগান্তিতে পড়বে। তাই নতুন নীতিমালা বাতিল করে পুরোনো নীতিমালা বহাল রাখার দাবি জানান। 

এসময় খুচরা সার বিক্রেতা খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কনক ব্রত ত্রিপুরা নেতৃত্বে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো: মোশাররফ, সিনিয়র সহ সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মঞ্জুমদার, সাংগঠনিক সম্পাদক মো: হানিফ প্রমুখ।

মানববন্ধনে খাগড়াছড়ি জেলার সকল ওয়ার্ডের খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.