ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করলেন এ্যাড. জাকির হোসেন জুয়েল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 



শীতের আগমনী বার্তায় যখন গরীব ও অসহায় মানুষেরা একটু উষ্ণতার খোঁজে, ঠিক তখনই তাদের মুখে হাসি ফোটালেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জাকির হোসেন জুয়েল।


রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।


নিজ অর্থায়নে তিনি ১নং রুহিয়া ইউনিয়ন ও ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে মোট ৬০০টি কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মো: আনছারুল হক, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া থানা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, যুগ্ন সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া থানা সেচ্ছাসেবকদলের সভাপতি বেলাল হোসেন প্রমুখ। শীতবস্ত্র নিতে আসা অনেকে এডভোকেট জাকির হোসেন জুয়েলের মানবিক প্রচেষ্টার জন্য দোয়া ও প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.