দিনাজপুর শহরের বাহাদুর বাজারে এস.এম আবাসিক হোটেল" হতে ২ জোড়া কপোত কপতি আটক করে পুলিশ

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ   



৩০ এপ্রিল ২০২৫ বুধবার দুপুরে দিনাজপুর শহরের বাহাদুর বাজারে "এস. এম আবাসিক হোটেলে" অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২ জোড়া কপোত কপতি আটক আটক করেছে দিনাজপুর কতোয়ালী থানা পুলিশ। 

আটককৃত ২ জোড়া কপোত কপোতীরা হলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বনমালী গ্রামের গোবিন্দ সরকারের পুত্র কনক সরকার (২৫), 

একই উপজেলার লক্ষণীয়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র ফাহিম রহমান (২৪), সুলতানপুর এলাকার রমেশ সরকারের কন্যা শ্যামা সরকার (২৪) এবং বোচাগঞ্জ উপজেলার লক্ষণীয় গ্রামের শ্যামল শর্মা'র কন্যা রানী শর্মা (২০)। এ রিপোর্ট লেখার আগ মুহূর্ত মামলার প্রস্তুতি চলছিলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.