ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল






সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউনূস সাহেবকে বলতেছি দ্রুত নির্বাচন দিন, কারণ আপনাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই, জনগণ চায় তার লোককে নির্বাচিত করতে।’


দয়া করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। তাহলে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে।’

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগে এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, আপনি যতই বলেন আপনাকে তো আর পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই। যতই দেরি করবেন, হাসিনা দিল্লি থেকে টেলিফোনে আর ইউটিউব-ফেসবুকে বলবে আমি আসতেছি, টপাটপ আসতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশে একটা হিংসা-প্রতিহিংসা, হানাহানি চলছে। এটা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা।





মির্জা ফখরুল বলেন, ৭১ সালে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তবে দুর্ভাগ্য যে, এটা থেকে আমরা অনেকদিন বঞ্চিত ছিলাম। এখন সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ তৈরি করার। আন্দোলন করে আমাদের ছেলে-মেয়েরাই আমাদের সুযোগ করে দিয়েছে। 



এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.