চৌদ্দগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান।

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার



শুক্রবার সরকারি ছুটির দিনে আসন্ন বর্ষায় সম্ভাব্য বন্যার ভয়াল কবল থেকে চৌদ্দগ্রাম রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক মো: জামাল হোসেন এঁর নেতৃত্বে 'ড্রেন, নর্দমা ও খাল পরিষ্কার অভিযান' পরিচালিত হয়েছে।

এসময় চৌদ্দগ্রাম পৌরসভা, সম্মানিত স্থানীয় জনসাধারণ ও চৌদ্দগ্রাম প্রেসক্লাব সহযোগিতা করেন। 


অভিযানের প্রথম দিনে পৌর কেন্দ্রীয় জামে মসজিদের তিন দিকের প্রায় ২০০০মিটার ড্রেনে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা হয়েছে। এসময় দেখা যায় অবৈধভাবে দখল করে ড্রেনের উপর স্থানীয়রা দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে রেখেছেন। ড্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে পানি নিষ্কাশন হচ্ছে না এবং সামান্য বৃষ্টি হলেই পানি জমে জনদুর্ভোগের স্বীকার হচ্ছেন সর্বসাধারণ। কাজেই উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেন উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। 


সরেজমিন দেখা যায় স্থানীয়রা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ককশিট, ছেড়া জুতা, মদকের বোতল, এমনকি বাসাবাড়ির আবর্জনা পলিথিন ব্যাগে পুরে ড্রেনে ফেলে ভরাট করেছেন। এর ফলেই সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কাজেই ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতার জন্য একইসাথে আমরা নিজেরা যেমন ব্যক্তিগতভাবে দায় এড়াতে পারি না তেমনি সচেতন নাগরিক হিসেবে আমাদের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করা উচিৎ নয়।


চৌদ্দগ্রামকে বন্যার ভয়াল কবল থেকে রক্ষা করতে হলে স্থানীয়দের আরো বেশি সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।

 উপজেলা প্রশাসন এবং চৌদ্দগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে ড্রেন পরিষ্কারের মাধ্যমে আজ যে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা হয়েছে, এই অভিযান অব্যাহত রাখা এবং রক্ষা করার দায়িত্ব প্রত্যেক নাগরিক যদি ব্যক্তিগতভাবে পালন করেন তাহলেই বন্যার ভয়াল কবলের হাত থেকে চৌদ্দগ্রামকে রক্ষা করা সম্ভব।


এসময় উপজেলা নির্বাহী অফিসার নাগরিক সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে, প্রত্যেক নাগরিকে যথাযথভাবে নাগরিক দায়িত্ব পালনের আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.