দিনাজপুরে শ্রী শ্রী গিরিধারীজীউ’র রথযাত্রা মহোৎসব -১৪৩২ এর উদ্বোধন

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।

ছবি একুশে ট্রিবিউন 


দিনাজপুরে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী গিরিধারীজীউ ‘র(জগন্নাথ দেবের)রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

২৭শে জুন- ২০২৫ শুক্রবার দুপুর ২টায় দিনাজপুর জেলা শহরের রায়সাহেব বাড়ি মন্দির প্রাঙ্গণে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ১৪৩২এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়সাহেব দেবোত্তর এস্টেটের এজেন্ট চিত্ত ঘোষ ।

এছাড়াও উদ্বোধনে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক( স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচি, জেলা যুব দলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, রায় সাহেব দেবোত্তর এস্টেটের মানবেন্দ্র মনোজ,সুব্রত মজুমদার ডলার,পরিমল চক্রবতী তপন,কাজল ভৌমিক,হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবাহক উত্তম রায়,নিপন দাস প্রমুখ।

আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে শেষ হবে জগন্নাথ দেবের রথযাত্রা আনুষ্ঠানিকতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.