রুহিয়ায় নানা আয়োজনে রথযাত্রা উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

ছবি সংগৃহীত 


ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ধর্মীয় আলোচনা, উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে।

রুহিয়া রথ পূজা উদযাপন কমিটি এ উৎসবের আয়োজন করে।

শুক্রবার (২৭ জুন ) দুপুরে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের পাটশিরি পাড়ায় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ

মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু শ্রী সদানন্দ দাসাধিকারী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন।  

প্রধান আলোচক হিসেবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আলোচনা করেন,নৃসিংহ গৌড়ীয় মঠ, পঞ্চগড়ের অধ্যক্ষ ত্রিদন্ডী স্বামী শ্রীমদ ভক্তি বিনোদানন্দ ভগবত মহারাজ। 

বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন শ্রীপদ নয়নানন্দ নারায়ণ দাসাধিকারী এবং শ্রীপদ ঈশান কৃষ্ণ দাসাধিকারী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ পয়গাম আলী, আনছারুল হক, প্রকাশনা বিষয় সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল হামিদ, রুহিয়া থানা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মহিবুল্লাহ আবু নুর, রুহিয়া থানা যুবদলের সভাপতি আনার আলী, সাধারণ সম্পাদক আলম প্রমূখ। 


অনুষ্ঠান পরিচালনা করেন রথ যাত্রা উদযাপন সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বর্মন।


এর আগে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা খুটাখাল মন্দির থেকে বের হয়ে রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটশিরি শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ মন্দিরে গিয়ে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.