শেষ বয়সে এসে ও ঠাই হলো না সন্তানদের কাছে বেগমের

ভোলাহাট উপজেলা প্রতিনিধ (মোঃ সাহিবুল ইসলাম)

ছবি একুশে ট্রিবিউন 


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ২নং গোহালবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোসাঃ বেগমের (৯৫) তার ৩ ছেরে ৩ মেয়ের জননী বেগম স্বামী ইদ্রিস মারা যাওয়ার পর তার ঠাঁই হয়েছে রাস্তার ধারে 

একটি অপরিবেশ জায়গায় সেখানে একটি ছোট্ট একটি  কুঁড়ে ঘরে জীবনযাপন করছে না আছে না আছে কোন খাবার না আছে কোন বিদ্যুৎ না আছে কোন ভালো জামা কাপড় দূর থেকে দেখে মনে হবে এটি যেন একটি গরুর গোয়াল ঘর  অল্প একটু ঝড় ও হলে বৃষ্টি হলে দুমড়ে যাওয়ার আশংকা 

রয়েছে এবং ঘরের সামনে রয়েছে ময়লা আবর্জনার ড্রেন এবং ঘরে পাশে রয়েছে ময়লা আবর্জনার জলাশয় | ১০ দিন হয়ে গেল নিজের রান্না করা খাবার তিনি খেয়েছেন, তিনি আরও বলেন বেশিভাগ সময় পাড়া প্রতিবেশীদের কাছে ভাত চেয়ে খান কখনো আবার ১ বেলা কখনোবা ২ বেলা কখনো না খেয়ে জীবন যাপন করেন এই বৃদ্ধ মহিলা 


স্থানীয়রা জানান তার ৩, ছেলে ৩, মেয়ে আছে কেউ তারা খোঁজখবর নেয়না তার ছেলেরা পার্শ্ববর্তী এলাকায় ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করে, পাড়া-প্রতিবেশীরা দুমুঠো ভাত  দিলে খেতে পান এই বৃদ্ধ অসহায় মহিলা (৫০) বছর ধরে এভাবে জীবন

কাটছে এই ছোট্ট অন্ধকার খর কুটো  কুড়ো ঘরে,  তাকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে যেতে চান না কারণ তার ইচ্ছা শেষ নিঃশ্বাস ত্যাগ এখানেই যেন হয় তিনার |তাই অসহায় বৃদ্ধা বেগম ও এলাকাবাসীর দাবি সরকারি সহায়তায় তাকে যেন একটি ঘর নির্মাণ করে দেয়  বাকি জীবন টুকু পার করার জন্য সেখানকার চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ) বলেন তিনি একজন দরিদ্র অসহায় বৃদ্ধ মহিলা এ বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম আমি চেয়ারম্যান হিসেবে যথাসাধ্য চেষ্টা করব তাকে সাহায্য সহযোগিতা করা |এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন নন্দিত টিভি কে বলেন খুব দ্রুতই তাকে সাহায্য সহযোগিতা করবে বলে  আশ্বাস দিন |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.