দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল গণসমাবেশ অনুষ্ঠিত

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি : 

ছবি একুশে ট্রিবিউন 


বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বাদ জুমা দিনাজপুর ইনস্টিটিউটের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী। এ সময় তিনিবলেন, ফিলিস্তিনসহ বিশ্বের যে সব দেশে মানবাধিকার ভুলন্ঠিত ও লঙ্ঘিত হচ্ছে, সেসব দেশে মানবাধিকার কার্যালয় স্থাপন না করে বাংলাদেশে এই কার্যালয় স্থাপনের কোন যুক্তিতা নেই। তিনি অবিলম্বে বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন কার্যক্রম বন্ধ করার আহবান জানান।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউটের সামনে থেকে এক গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়।

গণমিছিলে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীসহ দিনাজপুরের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.