ভোলাহাট উপজেলা প্রতিনিধি মোঃ সাহিবুল ইসলাম
![]() |
ছবি প্রতিনিধি |
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চিয়ার বিতরণ করেন এবং ২০২৪ ২৫ অর্থ বছরের মৌসুমে পিঁয়াজ এবং এয়ার ফ্লো মেশিন ও খরিপ ২–মৌসুমে গ্রীষ্মকালীন পিঁয়াজ ফসলের আবাদ উৎপাদন করার বৃদ্ধির লক্ষে কৃষক মাঝে বিনামূল্যে বিজ ও রাসায়নিক স্যার বিতরণ করে |
মঙ্গলবার সকালে বেলা ১১) টার দিগে উপজেলা ভিতরে আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সালাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুলজ্জান উপজেলা কৃষি কর্মকতা মোঃ সুলতান আলী সহ অন্যন্যরা আনুষ্ঠানিকতা শেষে অটোরিকশা চালিয়ে ভোলাহাট সবজা পাইলট স্কুল থেকে এসএসি পরিক্ষায় অংশ নেন রোমান আলী
রোমানের পরিক্ষার ফলাফল প্রকাশে (এপ্লাস) আসলেও মনে ছিলোনা কোন আনন্দ কারণ একদিকে ছিল তার বাবার চিকিৎসার খরচ অন্যদিকে ছিলো উচ্চ শিক্ষার(আলোর) জন্য দুশ্চিন্তায় পরে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হলে সেই দুশ্চিন্তাকে মুক্ত করতে পাশে দাঁড়ালেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি জেলা প্রশাসক মোঃ আব্দুস সালামকে অবগত করলে নিজে এসে তার হাতে শিক্ষা সহায়তা প্রদান করেন
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞