পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত।

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি: জাকির হোসেন হাওলাদার,।।

ছবি সংগৃহীত 


পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন চরখালী গ্রামে বজ্রপাতে খালেক হাওলাদারের দুটি গরু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, রবিবার আনুমানিক বেলা এগারোটার দিকে প্রতিদিনের মতো বিলের মাঝে ঘাস খাওয়ার সময় বজ্রপাততে এ দুর্ঘটনা ঘটে।

গরুর মালিক জানান, আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, সকালে ঘাস খাওনোর জন্য বিলের মাঝে একটি গাভী ও একটি বলদ গরু রেখে এসেছিলাম,অতিবৃষ্টির কারনে বাড়িতে আনার প্রস্তুতি নেয়ার আগেই বজ্রপাতে আমার গরু দুই’টি নিহত হয় বলে কান্নায় ভেঙে পরেন।

এবিষয়ে গলাচিপা উপজেলা ত্রাণ ও দুর্যোগ দপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রানা আহমেদ জানান, বজ্রপাতে গরু নিহতের ঘটনাস্থানে অফিসিয়াল লোক পাঠিয়ে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেয়া হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি নিয়ম অনুযায়ী সার্বিক সহযোগিতা করা হবে।।# জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.