কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে- - আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কন্যাশ্রী 12 বছর উদযাপিত হলো।।


ছবি একুশে ট্রিবিউন 


গতকাল ১৪ই আগস্ট বৃহস্পতিবার, কলকাতা পুলিশের উদ্যোগে,, এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কন্যাশ্রী , আজ ১২ তম বর্ষ উদযাপিত হল ধনধান্য অডিটরিয়াম সহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, ছোট ছোট শিশুদের ও‌ মহিলা পুলিশদের নিয়ে।


এই উদযাপনকে সামনে রেখে- - টি ট্যাগলাইন ব্যবহার করেছেন আমি ভাগ্যশ্রী/ আমি কন্যাশ্রী. 


এই উদযাপন পালিত হয়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, মেট্রো চ্যানেল সংলগ্ন, রাজবিহারী মোর, উল্টোডাঙ্গা মোড়, সল্টলেক, গরিয়াহাট মোড়, সহ বিভিন্ন জায়গায়।


১২ তম বর্ষে প্রায়, , উত্তরণের আলোয় আলোকিত হয়েছে ৯৩ লক্ষেরও বেশি কন্যাশ্রী, এবং বলেন প্রকৃত কন্যাশ্রী প্রাপক স্নেহা তামাং , দার্জিলিং জেলায় কনস্টেবল হয়েছেন বেঙ্গল পুলিশে।


আগামী দিনেও এই ছোট ছোট শিশুরাই কন্যাশ্রী ভবিষ্যৎ হবে বলে জানান।, স্নেহা তামাং এর মতো তারাও হতে পারে একদিন প্রকৃত কন্যাশ্রী। কন্যাশ্রী দের ভাবনা চিন্তা এবং একজন কনস্টেবল হতে গেলে কি কি পদক্ষেপ অনুসরণ করা দরকার, তা আজ প্রত্যেকটি এলাকায় উদযাপনের মধ্য দিয়ে তুলে ধরলেন।। মঞ্চের উপর উঠে ছোট ছোট শিশুদের নিয়ে। এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সহযোগিতা করেছেন কলকাতা পুলিশের অধিকর্তারা


রিপোটার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.