৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, রেড রোডে চলছে তোড়জোড় ও উপস্থিত বোম স্কোয়ার্ভ অফিসাররা।

 

ছবি একুশে ট্রিবিউন 


আজ ১৪ই আগস্ট বৃহস্পতিবার, রাত পোহালেই পালিত হবে ৭৮তম স্বাধীনতা দিবস, চলছে তোর জোর কাজ শেষ করার, পরিদর্শনে আসছে পুলিশ অফিসাররা থেকে শুরু করে, বোম স্কোয়ার্ভ অফিসাররা ও কুকুর, 


রেড রোড জুড়ে একদিকে যেমন তেরঙ্গা কাপড়ে সেজে উঠেছে প্রতিনিধির বসার জায়গা থেকে শুরু করে সারা রাস্তা, তেমনি ঘনঘন প্রশাসনের অফিসারেরা এসে, এলাকা খতিয়ে দেখছেন এবং কুকুর ও মেটাল ডিরেক্টর দিয়ে সমস্ত এলাকা পরীক্ষা-নিরীক্ষা করছেন যাতে কোনরকম বিপদ না ঘটে এবং কোন অপ্রীতিকর বস্তু পড়ে না থাকে, 


আগামীকাল এই সকল মঞ্চে উপস্থিত থাকবেন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পদাধিকার অফিসার , অন্যান্য মন্ত্রী নেতা-নেত্রীরা, এবং নিত্য সংস্কৃতি জগতের ছেলেমেয়েরা, 


বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ও প্যারেডের মধ্য দিয়ে, স্যালুটের মধ্য দিয়ে, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, উদযাপিত হবে স্বাধীনতা দিবস , 


আজ ঠিক রাত এগারোটা ৫৯ মিনিটে শুরু হয়ে যাবে, সাড়া দেশে স্বাধীনতা দিবস উদযাপন, প্রস্তুতি দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়, এবং বিভিন্ন পার্টির অফিসের অফিসের সামনে মঞ্চ মেরে তৈরি হয়েছে প্যান্ডেল। সবাই অপেক্ষা করছেন কখন আসবে, রাত ১১ টা ৫৯ মিনিট, তারপরই শুরু হয়ে যাবে আকাশে বাতাসে যেমন আলোকের রস নাই, বাজির রচনা, আর জাতীয় পতাকার পত পত আওয়াজ, সারা দেশবাসী এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। 


আর ভোর হলেই দূর দূরান্ত থেকে মানুষেরা এসে উপস্থিত হবেন রেড রোডে, এই সুন্দর দিনটি উপভোগ করার জন্য, বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে করেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উপভোগ করবেন। 


রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা , পশ্চিমবঙ্গ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.