কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ এবং সংযুক্ত কিষান মোর্চার ডাকে- মার্কিন দূতাবাস অভিযান

ছবি একুশে ট্রিবিউন 


আজ ১৪ই আগস্ট বৃহস্পতিবার, ১৩ ই আগস্ট বুধবার ঠিক বিকেল পাঁচটায়, লেলিন মুক্তির সামনে থেকে মার্কিন দূতাবাস পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করলেন এবং ট্রাম্পের কুতপুতুল দাহ করলেন। 


কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ এবং সংযুক্ত কৃষাণ মোর্চা।


এই মিছিলে উপস্থিত ছিলেন, ইন্দ্রানী ঘোষ -সি আই টি ইউ, অশোক দাস- এ আই ইউ টি ইউ সি, সুশান্ত ঝা- সি পি আই এম এল, নব্যেন্দু দাশগুপ্ত- সি পি আই এম এল, সীমা দে সরকার -এ আই পি ডব্লিউ এ, অমিয় দাস- লিবারেশন, বাসুদেব গুপ্তা- এ আই টি ইউ সি, প্রবীর ব্যানার্জি- টি ইউ সি সি, অতনু চক্রবর্তী।, দীপক সরকার -ইউ টি ইউ সি, মধুজা সেন রায়, রঙ্গলাল কুমার- এ আই কে কে এস, শান্তি ঘোষ- এ আই ইউ টি ইউ সি সহ অন্যান্যরা, 


প্রায় কয়েকশো ট্রেড ইউনিয়নের সদস্যরা জমায়েত হয়ে, লেলিন মূর্তির সামনে ধর্মতলা জরিনা ক্রসিং হয়ে জুওলজিক্যাল সার্ভের কাছাকাছি গেলে প্রশাসনের অফিসারেরা তাদের মিছিল আটকে দেন, এবং সেখানেই স্লোগানের মধ্য দিয়ে ট্রাম্পের কুসপুতুল দাহ করেন ।


তাদের দাবী - বিশ্বজুড়ে ভারতের ওপর ,অবাধ বাণিজ্য নীতির উপর ট্রাম্পের দাদাগিরি বন্ধ করতে হবে।


ভারতের উপর একতরফা ৫০% শ্লুক চাপানো চলবে না, 


নমস্তে ট্র্যম্প , কি হলো নরেন্দ্র মোদির জবাব দাও, চুপসে গেলে কেন। 


মার্কিন মদতে ইসরাইলি বাহিনীর গাঁজা গন হত্যা বন্ধ করতে হবে।


অবিলম্বে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক


তারা আজ প্রতিবাদের মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদকে বারবার হুঁশিয়ারি দিলেন, ‌ জনার্দায় মার্কিন ,ভারতকে হ্যায় করে কোন সাহসে লজ্জা থাকা দরকার, কেন্দ্রীয় সরকার ক্যাম্পে দফায় দফায় হুমকি সত্য চুপ করে কেন ,মোদী সরকার ও অমিত শাহ এর জবাব দাও।, শিশু ঘাতী আত্মঘাতী টাইম কি আমরা ছাড়ছি না, জবাব ওকে দিতেই হবে, 


রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.