অভয়ার বিচারহীন এক বছর বিভিন্ন অনুষ্ঠান ও মশাল মিছিলের মাধ্যমে রাত দখল করলেন।

 



আজ ১৫ই আগস্ট শুক্রবার, ১৪ই আগস্ট বৃহস্পতিবার ঠিক রাত নটায়, সারা কলকাতা ও জেলা জুড়ে পালিত হলো , অভয়ার বিচারহীন এক বছর এবং বিভিন্ন অনুষ্ঠানের মশাল মিছিলের মধ্য দিয়ে রাত দখল। 


এই দিনটিতেই সারাদেশ জুড়ে তোলপাড় করেছিল অভয়ার বিচারের জন্য এবং অনেককে মারও খেতে হয়েছিল আরে দাবি নিয়ে লড়াই করতে গিয়ে প্রশাসনের হাতে, কিন্তু কেউ হাল ছাড়েনি, আজ ও তারা বোনের বিচারের জন্য রাস্তায়, রাস্তায় তার বাবা-মা, তো তাদের কেউ বাদ দেয়নি প্রশাসনের লোক, মায়ের গায়ে হাত তোলা থেকে শুরু করে তার 


ছবি সংগৃহীত 


হাতের শাখা ভেঙে দেওয়া, তবুও তার মা বাবা পিছুপা হয়নি, তাদের একটাই দাবী ন্যায্য বিচার ও দোষীদের শাস্তি, যতদিন না দোষীরা শাস্তি পাবে, আমাদের জীবন চলে গেলেও আমরা লড়াই করব আইনের মধ্য দিয়ে, সত্যকে বের করে ছাড়বো, আর একই ভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সংগঠন, 


সবাই চাই দোষীদের সাজা হোক দোষীরা সম্মুখে আসুক।, আর যতদিন না তার দিদির ও বোনের বিচার হবে, এ লড়াই থামবে না, তাই বিভিন্ন সংগঠন ১৪ই আগস্ট পুনরায় রাত দখল করলেন, গানে কবিতায় প্রতিবাদে এবং নাটকে, 


একটি বিসর্জন নাটক কে তুলে ধরে, একটি মায়ের কান্না, আর মেয়েকে ছোট থেকে বড় করে তুলে ডাক্তারি পড়ানো, এবং শেষে চাকরিরত অবস্থায় ভাবে নৃশংসভাবে খুন হতে হয়েছিল, তার আর্তনাদ কী ভাবে বাকরুদ্ধ করে দিয়েছিল, প্রশাসন ও দুষ্কৃতীর লোকের সহযোগে কিভাবে সমস্ত কিছু লোপাট করে দিয়েছিল এই নাটকের মধ্য দিয়ে তুলে ধরেন। 

কিন্তু শেষে একটাই কথা বিচার চাই শাস্তি চাই অভয়ার শান্তি চাই। 


বিভিন্ন মঞ্চে অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে নাট্যকার , ডাক্তার,পরি চালক, আইনজীবী থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন, কন্ঠে প্রতিবাদের ঝড় তুললেন। তোমার কন্ঠে একটাই কথা যতদিন না দোষীদের শাস্তি হবে, এই প্রতিবাদ মোড়ে মোড়ে চলবে, তাই স্বাধীনতার মধ্যরাতে, আবার রাত দখলে রাস্তায় নামল সকল পরিবার। 


রাত দখলের স্থানগুলি হল... রাসবিহারী মোড়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, শখের বাজার, সরশুন, শকুন্তলা পার্ক , বেহালা ১৪ নম্বর, সোদপুর, সিঁথিরমোড়, মন্দিরতলা, কালকিয়া চৌরাস্তা, আড়িয়াদহ, সাঁতরাগাছি , কদমতলা পাওয়ার হাউস, ব্যারাকপুর স্টেশন, উত্তর পাড়া, গড়িয়া, সোনারপুর, ঢাকুরিয়া ,রুবি মোড়, বারুইপুর, বাগুইআটি মোড়, লেকটাউন, নাগেরবাজার, যাদবপুর ৮বি, বিরাটি সহ বিভিন্ন জায়গায়, 


যে সকল সংগঠন রাত দখল করেছিলেন তাদের মধ্যে, অভয়া মঞ্চ, তিলোত্তমা বাহিনী, নারী সুরক্ষা কমিটি, অল বেঙ্গল অ্যালমনি অ্যাসোসিয়েশন, জলপাইগুড়ি অভয়া মঞ্চ, নদিয়া জেলা অভয়া মঞ্চ, বর্ধমান অভয়া মঞ্চ, বিরাটি তিলোত্তমা মঞ্চ , বরানগর অভয়া মঞ্চ, শ্যামবাজার অভয়া মঞ্চ, পুরাতনী যাদবপুর বিশ্ববিদ্যালয় সংহতি, বিধাননগর অভয়া মঞ্চ, আড়িয়াদহ দক্ষিণেশ্বর নাগরিক সমাজ অভয়া মঞ্চ, উত্তরপাড়া অভয়া মঞ্চ, সংযুক্ত সংগ্রাম কমিটি ও বিজ্ঞান মনস্ক, হাওড়া অভয়া মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। 


একটাই স্লোগান , বিচার চাই বিচার চাই, তার দিদির বিচার চাই, দোষীদের শাস্তি চাই। 


রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.