নুর ইসলাম নোবেল , ষ্টাফ রিপোর্টার:
![]() |
ছবি একুশে ট্রিবিউন |
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে যাতায়াতের রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সাড়ে ৩ শ" পরিবারকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সেনাবাহিনীসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মদনের পাড়া বাজারের পশ্চিম পার্শ্বে বালাসী রোডস্থ হানিফ মিয়ার বাড়ী হতে সাঈদ মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তাটি যাহার জে.এল
নং-১, তৌজি-২০৩, ৪৩৭ নং দাগে গত ২৭/৩/১৯৯৪ ইং তারিখে অর্থের বিনিময়ে মোঃ বছির উদ্দিন মুন্সির পুত্র মোঃ নুরুজ্জামান মিয়া চুক্তিপত্রে আবদ্ধ হন। এ ছাড়াও উক্ত রাস্তাটি জরিপে এসএ ম্যাপ ভুক্ত হয়েছে। বর্তমান উক্ত রাস্তায় অভিযুক্ত সুরুজ্জামান ঘরবাড়ী নির্মানসহ প্রতিবন্ধকতা সৃষ্টি করায় রিক্সা /ভ্যান,এ্যাম্বুলেন্স,ও প্রয়োজনীয় ভারী যানবাহন চলাচল করতে পারছেনা। এ ব্যাপারে আইনী পদক্ষেপ নিতে উক্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আজাদ মিয়া ও ১ নং ওয়ার্ডের ইইপি সদস্য মোঃ আনিছুর রহমানসহ ভুক্তভোগী পরিবার গুলো বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞