ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও নবান্ন উৎসব অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: 





বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন, মাঠ দিবস ও ঐতিহ্যবাহী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বেলতলা সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো (বাপাউবো)-এর সবুজ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের শুরুতে ফলনশীল আমন ধানের শস্য কর্তন করা হয়। এরপর কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করা হয়, যেখানে বাপাউবো ও কৃষি বিভাগের কর্মকর্তারা উন্নত চাষাবাদ পদ্ধতি, নতুন জাতের ধান এবং শস্যের রোগ-পোকা দমন নিয়ে আলোচনা করেন। কৃষকরাও তাদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন।


এ বছর আমন ধানের ফলন নিয়ে কৃষকদের মুখে ছিল হাসি। কর্মকর্তারা জানান, সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো ব্যবহারের ফলে সেচের সুবিধা নিশ্চিত হওয়ায় ফলন আশানুরূপ হয়েছে।


উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তর, (কমি,ডেভে) বাপাউবো, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বাপাউবো-এর মুখ্য সম্প্রসারণ (কমি,ডেভে) অমলেশ চন্দ্র রায়। তিনি কৃষকদের উদ্ভাবনী পদ্ধতি গ্রহণে উৎসাহিত করেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম যাকারিয়া, নির্বাহী প্রকৌশলী, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড।মোঃ মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, ঠাকুরগাঁও যান্ত্রিক বিভাগ, বাপাউবো।মোঃ নাসিরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর,

বাপাউবো, ঠাকুরগাঁও-এর উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা (কমি,ডেভে) মোঃ রফিউল বারী। 


অতিথিরা বাপাউবো এবং কৃষি বিভাগের যৌথ উদ্যোগে কৃষক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


 অনুষ্ঠানে বেলতলা সম্মিলিত পানি উন্নয়ন নিয়ন্ত্রণ অবকাঠামো পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আমিরুল হক( মাস্টার)

 সভাপতিত্ব করেন তিনি সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় উপস্থিত ছিলেন বেলতলা সম্মিলিত পানি উন্নয়ন নিয়ন্ত্রণ অবকাঠামো পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, আব্দুল মজিদসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.