ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: 




শীতের আগমনী বার্তায় যখন গরীব ও অসহায় মানুষেরা একটু উষ্ণতার খোঁজে, ঠিক তখনই তাদের মুখে হাসি ফোটালেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল। শীতের শুরুতে উষ্ণ ভালোবাসার নিদর্শনস্বরূপ তিনি শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।


বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের নামাজ পড়া এলাকায় নিজ বাসভবনের পাশে ঈদগাহ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

১৪ নং রাজাগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২০০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র জ্যাকেট বিতরণ করা হয়েছে।




এ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল ব্যক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করেন। প্রচন্ড ঠাণ্ডায় জবুথবু অসহায় মানুষের হাতে একটি করে জ্যাকেট বা উষ্ণ পোশাক তুলে দিয়ে তিনি তাদের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেন। এই উদ্যোগের মাধ্যমে শুধু বস্তুগত সাহায্যই নয়, বরং অসহায় মানুষের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার এক বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। এ সময় এড, জুয়েল উপস্থিত সকলের কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দোয়া ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে আহবান জানান। 



বিতরণকালে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জুয়েল সাহেবের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শীতের এই সময়ে শীতবস্ত্র হিসেবে জ্যাকেট পাওয়া তাদের জন্য অনেক বড় সাহায্য।


 


শীতবস্ত্র বিতরণের সময় এ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল বলেন, "মানুষ মানুষের জন্য। এই শীতে গরীব ও অসহায় মানুষের কষ্ট দেখে আমি স্থির থাকতে পারিনা। আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে পেরে আমি আনন্দিত। সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ, আপনারাও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান।"


তিনি আরও বলেন, এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো: মকবুল হোসেন, দপ্তর সম্পাদক লিয়াকত খান টিটু, ১৪নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আহসান হাবীব,২১ নং ঢোলারহাট ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিন্টু চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.