ক্ষমতায় গেলে রুহিয়াকে উপজেলা করা হবে, রুহিয়ায়-মির্জা ফখরুল

কুদরত আলী স্টাফ কোয়ার্টারঃ




ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় বড়দেশ্বরী সফি হাজী মিল মাঠে এ সভার আয়োজন করা হয়। রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এড, জাকির হোসেন জুয়েল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিউর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন,, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হালিম, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুর ইসলাম নুরু, ২২ নং সেনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরে আলম, , ২১ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচন বিলম্বিত হলে তা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। এখনই একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। বয়স ও শারীরিক অবস্থার কারণে হয়তো ভবিষ্যতে আর নির্বাচনে অংশ নিতে পারব না। তাই রুহিয়ার জনগণ এবার আমাকে ভোট দিয়ে এলাকায় উন্নয়নের সুযোগ দিন। আমি নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অব্যাহত রাখব, রুহিয়াকে উপজেলায় রূপান্তরিত করব, এসময় সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন মাস্টারের দাবির পেক্ষিতে বড়দেশ্বরীতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া তিনি বলেন , কৃষকদের মাঝে ফার্মার্স কার্ড ও মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

এরপরে বিকাল ৪ ঘটিকায় রুহিয়া উচ্চ বিদ্যালয় এবং সন্ধ্যায় ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.