খাগড়াছড়ি সদর উপজেলা পরিচিত সভা মারমা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে

ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি



খাগড়াছড়ি সদর উপজেলা পরিচিত সভা ও মারমা কল্যাণ সমিতি কেন্দ্রিয় কমিটির উদ্যোগে। সদর উপজেলা পরিচিত ও আলোচনা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথির উপস্থিতিতে ছিলেন মারমা কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা, মংসুইথোয়াই চৌধুরী । মারমা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক উচিংথোয়াই মগ । সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রস্তুতি কমিটি আহবায়ক কংচাই মারমা। বিশেষ অতিথির হিসেবে ছিলেন মহিলা কল্যাণ সমিতি সভাপতি,আওয়ং মারমা । মারমা যুবক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক, অংশিপ্রু চৌধুরী আরো উপস্থিত ছিলেন মারমা কল্যাণ সমিতি সদর উপজেলা কমিটি সভাপতি ক্যমং মারমা, সাধারণ সম্পাদক মজনিং মারমা সাংগঠনিক সম্পাদক ক্যহ্লাচাই মারমা দপ্তর সম্পাদক উষানু মারমা প্রধান বক্তব্যে মারমা কল্যাণ সমিতি পক্ষ থেকে গরীব দরিদ্র মেধাবী ছাত্র ও ছাত্রী অসহায় মানুষের পাশে আছে বলে আশাষ দিয়েছে। আমাদের সংগঠনের থেকে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ও বই বিতরণ করে , মারমার সাম্প্রতিক থেকে যারা পড়াশোনা করতে পারে না ও ভর্তির করতে পারে না মারমা কল্যাণ সমিতি পক্ষ থেকে কিছু সহযোগিতা করবে বলে এই আশাষ দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.