মানিকছড়ি যোগ্যাছোলা মঙ্গল রক্ষিত বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:



খাগড়াছড়ি মানিকছড়ি যোগ্যাছোলা ইউনিয়নে যোগ্যাছোলা মঙ্গল রক্ষিত বৌদ্ধ বিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। 


এর আগে গত (২৩ অক্টোবর) বৃহস্পতিবার ভোর সকাল ৬ টায় থেকে শুক্রবার ভোর সকাল ৬ টায় পর্যন্ত দেশের মানব জাতির মঙ্গলার্থের ২৪ ঘন্টা পটঠান অনুষ্ঠিত হয়। 


শুক্রবার (২৪অক্টোবর) সকাল সাড়ের ৯টায় দিকে যোগ্যাছোলা মঙ্গল রক্ষিত বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও পিন্ডদানসহ নানা ধর্মীয় দান ও স্বধর্ম শ্রবণ করেন বৌদ্ধ দায়ক-দায়িকারা। 

এসময় বৌদ্ধ ধর্মালম্বী দায়ক-দায়িকাদের উদ্দেশ্য পঞ্চশীল ও পালিতে ধর্মদেশনা দেন, গোদাতলী বেনুবন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ সুইনেন্দা মহাথেরো, পালি ও বাংলা ভাষা ধর্মদেশনা দেন, রাজ গিরিমৈত্রী বৌদ্ধ বিহারের বিহাধ্যক্ষ জ্ঞানমিত্র ভান্তে। যোগ্যাছোলা মঙ্গল রক্ষিত বৌদ্ধ বিহার অধ্যক্ষ নাইরিন্দা মহাথেরো সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়।

এসময় কঠিন চীবর দানোত্তম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যোগ্যাছোলা মৌজা প্রধান কংজরী চৌধুরী, ৩নং যোগ্যাছোলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ক্যজরী মহাজন।

এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, ক্যজাই কার্বারী, ক্যজাই চৌধুরী, রাজপাড়া কার্বারী চাইহ্লাপ্রু মারমা দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি অংগ্য মারমা প্রমূখ।

 উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ, ভিক্ষু উপাসক-উপাসিকারা অংশ নেন এই ঐতিহ্যবাহী দানোত্তম অনুষ্ঠানে। বিহার প্বাশেই সড়কের শিশুদের বিভিন্ন ধরনের খেলনা দোকান বসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.