দুর্গম প্রত্যন্ত গ্ৰাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বৌদ্ধ বিহার ৫০ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:



গুইমারা উপজেলার দূর্গম প্রত্যন্ত গ্রাম লাংগি পাড়া ধাম্মারাক্ষিতা বিহারে ৫০ তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন। 


পঞ্চশীল গ্রহণ শেষে , বুদ্ধ মূর্তি দান,অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ ফানুস উত্তোলন দান,পিন্ডদানসহ নানাবিধ দান পূণ্যানুষ্ঠান হয়েছে। এ সময় দেশ ও জাতির মঙ্গল সুত্র কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়। কঠিন চীবর দান প্রধান দাতা: মিজ মৌমিতা বড়ুয়া মৌ,ঢাকা

 অনুষ্ঠানে সভাপতিত্ব নেক্রাইং পাড়া ক্যং অধ্যক্ষ ভদন্তঃ পঞাতেজা মহাথেরো,

এ সময়ে গুইমারা পালি কলেজ প্রতিষ্ঠাতা,প্রধান ধর্মদেশনা ভদন্তঃ সংঘরত্ন মহাথের । প্রধান অতিথির ছিলেন ভদন্ত ঃনাইন্দাসারা মহাথের , বিশেষ ধর্ম দেশক ভদন্তঃ অগ্ৰবংস ভিক্ষু ,ধাম্মারাক্ষিতা বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ঃ কে,বি,নন্দপাল থের প্রমুখ। 

 ধাম্মা রাক্ষিতা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি নেতৃবৃন্দ, গ্রামবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধধর্মের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে বোঝায়, যেখানে ভিক্ষু সংঘকে চীবর পরিষেধ বস্ত্র দান করা হয়।  ঐতিহাসিক স্মরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতি বছরে এ ধর্মীয় উৎসবকে 'কঠিন চীবর দান' হিসেবে পালন করে আসছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.