পুযুক্তি ডেক্স
![]() |
ছবি সংগৃহীত |
অনেক সময় আমার ফেসবুক চালাতে নানা সমস্যায় পড়ি ।আর তখন আমাদের ইচ্ছা হয় এই সমস্যা টা যদি ফেসবুক এর সাথে সরাসরি কথা বলি ব্যাপার টা কেমন হবে। তবে আপনি যদি এইরকম সমস্যায় পড়েন তাহলে এই পোষ্ট আপনার জন্য।
ফেসবুক অফিসে লাইভ সাপোর্টে কথা বলতে ক্লিক করুননিচে
এই লিংকে প্রবেশ করে সাপোর্টে ক্লিক করে লাইভ চ্যাট সিলেক্ট করতে হবে। তবে এক্ষেত্রে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার লগইন করা থাকতে হবে। আপনি যে বিষয়টি নিয়ে সমস্যায় পড়বেন সেই বিষয়টি আগে ভালভাবে লিখে নিন। এরপরে লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলুন।
ফেসবুকে লাইভ চ্যাট করার নিয়মগুলি হল:
- লাইভ চ্যাট করতে হলে আপনার ফেসবুক পেজে লগইন করতে হবে।
- ২. লাইভ চ্যাট শুরু করতে হলে, ফেসবুক লাইভ ওপেন করুন এবং পেজে যান।
- ৩. আপনি একটি টপিক বা বিষয় নির্বাচন করতে পারেন এবং চ্যাট শুরু করতে পারেন।
- ৪. লাইভ চ্যাটে অংশগ্রহণকারীদের সাথে কথা বলার জন্য, আপনাকে চ্যাট বক্সে লিখতে হবে।
- ৫. চ্যাটে সম্মানজনক আচরণ করতে না চেষ্টা করুন এবং অন্যদের মতামতে সম্মান জানান।
- ৬. লাইভ চ্যাটে বাণিজ্যিক প্রচার বা প্রচার বা কোন প্রকার বিজ্ঞাপন করা যাবে না।
- ৭. চ্যাটে কোনও ধরনের হেটস্পট টপিক না দিয়ে সাম্প্রতিক পদক্ষেপ নেওয়া যেতে পারে না।
- ৮. লাইভ চ্যাটে মতামত প্রদান করতে যে কোনও ভুল তথ্য বা ভুল বিবরণ দেওয়া নিষেধ।
লিংক টি হলো এটি https://www.facebook.com/help/contact/logout?id=260749603972907 কপি করে ব্রাউজারে প্রবেশ করুন। ধন্যবাদ 🙂
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞