ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রতীকী ছবি |
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে চাঙা করতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগর ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয় গত ২০/০৪/২৩ তারিখে।
হুমায়ুন কবির বিপ্লব কে আহবায়ক ও সোহেল ইসলামকে সদস্য সচিব করে ২৮ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটি। কিন্তু আহবায়ক কমিটি গঠন করার কিছু দিনের মাথায় পদ-পদবী বঞ্চিত কিছু কর্মী নবনির্বাচিত আহবায়ক কমিটির সদস্য সচিব বিরুদ্ধে সাবেক বিএনপির ছাত্র দলের নেতা বলে প্রচারণা চালাচ্ছে একটি মহল , এতে করে স্থানীয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এমন অভিযোগ করে বলেন কিছু সুবিধাবাদী লোকজন কৃষক লীগের নতুন কমিটিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এটা অবশ্যই নিন্দনীয়।
এ বিষয় ২ নং আখানগর ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব সোহেল ইসলাম বলেন আমি একজন আওয়ামী পরিবারের সন্তান আমি দীর্ঘ দিন ধরে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলাম এবং গত দুই মাস আগে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটির স্বাক্ষরিত হুমায়ুন কবির বিপ্লব আহবায়ক ও আমাকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি অনুমোদন দেন। কিন্তু আমাকে ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় পর থেকে আমার পারিবারিক জের ধরে কিছু সুবিধাবাদী লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রচারণা করে আসছে যে আমি নাকি বিএনপির ছাত্র দলের কর্মী ছিলাম যাহা সম্পূর্ণ মিথ্যা কথা আমি এই কুচক্রী মহলের অপপ্রচারের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই।
আখানগর ইউনিয়ন কমিটির আহবায়ক হুমায়ুন কবির বিপ্লব বলেন আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশের সকল সহযোগী সংগঠনকে শক্তি শালী করার লক্ষ্যে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক কমিটি ঘোষণা করেন সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটি। কিন্তু কিছু দিন পরে স্থানীয় কিছু স্বার্থপরাধী এই আহবায়ক কমিটির সদস্য সচিব সোহেল ইসলামকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন যা আদৌ সত্য নয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রোমান বাদশা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুখছেদুল হক স্বপন বলেন আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে চাঙা করতে দেশ ব্যাপী নতুন কমিটি গঠন করছেন তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগর ইউনিয়ন কৃষক লীগের হুমায়ুন কবির বিপ্লব আহবায়ক ও সোহেল ইসলামকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি অনুমোদন দেন। কিছু দিন পরে স্থানীয় কিছু স্বার্থশেলী ব্যক্তি নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব সোহেল ইসলামকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এটা ঠিক নয়।
২ নং আখানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার তসলিম উদ্দিন বলেন আমি যতটুকু জানি সোহেল ইসলাম একজন প্রকৃত আওয়ামী পরিবারের সন্তান সোহেল যখন ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছে তখন কিছু লোক তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছে যাহা নিন্দনীয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সুমন ইসলাম তূর্য্য বলেন ২ নং আখানগর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করার আগে স্থানীয় আওয়ামী লীগ সহ প্রায় সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং আহবায়ক সহ সকল পদে প্রার্থীদের রাজনৈতিক জীবনী বিশ্লেষণ করে সোহেল ইসলাম সহ সকলের নাম উপস্থাপন করা হয় এবং সেই নাম অনুযায়ী আমরা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছি। তিনি আরও বলেন কমিটি ঘোষণার প্রায় দুই মাস পরে অনলাইন গণমাধ্যমে সদস্য সচিব সোহেল ইসলামের বিরুদ্ধে এ সব অভিযোগ উঠেছে তবে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেন নি আর শুধু অভিযোগ করলেই তো আমরা শুনবো না, আমরা সত্যতা যাচাই করব।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞