রুহিয়ায় ২দিনের ফুটবল টুর্নামেন্টে জয়ী দূর্বার লোহাড়া, পীরগঞ্জ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুরু হওয়া ২দিনের ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়, শনিবার বিকালে। রুহিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসা মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০১ গোলে সম্রাট একাদশক পরাজিত করে দূর্বার লোহাগাড়া জয়ী হয়।


উল্লেখ যে, ২দিনের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন নিউ স্টার ক্লাব রুহিয়া। ২দিনের খেলায় অংশগ্রহণ করেন আন্তঃজেলার ৮ ফুটবল টিম। 

খেলা পরিচালনা করেন রেফারি বিপুল শর্মা, এবং সহযোগিতা করেন রমজান আলী ও শরিফ।

টুর্নামেন্ট পরিচালনা করেন ফেরদোস মামুন, কাশেম, কালাম ও আজগর।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গেস্ট অব অনার, জহিরুল ইসলাম রিপন, এসময় উপস্থিত ছিলেন নাজমুল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য নিউ স্টার ক্লাব, আবু শাহিন, মিলন হোসেন সহ আরো অনেকে 


রুহিয়া 

ঠাকুরগাঁও 

২৩.০৮.২০২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.