জেলা প্রতিনিধি ঝালকাঠি।
![]() |
প্রতীকী ছবি |
আজ সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীর তীরে ইকোপার্কে স্ত্রীকে হত্যার পর ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান (অনু))।
জানা যায়, নিহত সায়মা পারভীন তানহা (২০) শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে। তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ সুত্রে যানা যায়, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান (অনু) দুই বছর আগে প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে গোপনে বিয়ে করেন।
সম্প্রতি তানহা ফেসবুকে একাধিক যুবকের সঙ্গে পরকিয়ায় আসক্ত , এমন অভিযোগে অনু রোববার রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। তার স্ত্রী ‘পরকীয়ায় আসক্ত’ বলে পোস্টে অভিযোগ করেন অনু।
সোমবার সকাল ১০টার দিকে অনু তার স্ত্রীকে ফোন করে ইকো পার্কে ডেকে এনে এবং কথাবার্তার এক পর্যায় তার পেটে ও বুকে ছুরিকাঘাত করেন ।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অনু।
এ ঘটনায় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
এবং এ ঘটনায় অনুকে আটক করার পর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞