still attribute

⁠☞⁠ "একুশে ট্রিবিউন একটি অনলাইন বৃহৎতম পাঠক প্রিয়ো গনমাধ্যম প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক শাহাজাদ ইসলাম কর্তৃক চালু করা হয়েছে। ঠাকুরগাঁও-৫১০১ ঢাকা বাংলাদেশ"মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

ঠাকুরগাঁওয়ে রিফাত হত্যা মামলায় ৭ আসামী গ্রেফতার

 মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 



ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় অটোচালক রিফাত হত্যার রহস্য উদঘাটন ও সাতজনকে প্রেপ্তার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) ঠাকুরগাঁও।


বুধবার সকালে ঠাকুরগাঁও পিবিআই কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাহফুজ্জামান আশরাফ,অতিরিক্ত ডিআইজি (পিবিআই) ঠাকুরগাঁও।


আটককৃতরা হলেন, রবিউল ইসলাম (১৬) পিতা: হালিম উদ্দিন, কামরুল হাসান (২৪) পিতা: মৃত আশরাফ চৌধুরী, এরাজ উদ্দিন (৬২) পিতা: মৃত চৈতন, জাহাঙ্গীর আলম (৩২), অতুল বর্ম্মন (৩২), আলমগীর হোসেন ও নাসির উদ্দিন। এরা প্রত্যেকেই পঞ্চগড় জেলার বাসিন্দা ও অটো চুড়ি সিন্ডিকেটের সাথে জরিত।


উল্লেখ্য, গত ১৬/১০/২৩ ইং তারিখে অটোচালক রিফাতের গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ। হত্যার কোন ক্লু না থাকায় এর তদন্তভার পরে পিবিআই এর উপর। 

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত এবং তাদের জবানবন্দি গ্রহণের পর ৭ জনকে গ্রেফতার করে পিবিআই।


পিবিআই জানায়, পিবিআই ঠাকুরগাঁও জেলার সার্বিক তত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম ও একটি চৌকস টিমের সহায়তায় আসামী গ্রেফতার করা হয় ও আলামত জব্দ করা হয়। মূলত অটো চার্জার ছিনতাই এর উদ্দেশ্যেই এই হত্যাকান্ড। পুরো চক্রটিকে গ্রেফতার করা হয়েছে এবং সর্বোচ্চ শাস্থি নিশ্চিত করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.