ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে বসতঘর ছাই ভিডিও

মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি। 




ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকায় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বেলা ১টা ১৫ মিনিটে স্থানীয় রয়েলের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


বাড়ির মালিক রয়েল জানান, আমার থাকার ঘরে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তখন বাড়িতে কোনো পুরুষ লোক কেউ ছিলেনা, আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 




স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, রয়েল একজন মোবাইল ম্যাকানিক, সে বাসাতেই মোবাইল, ডিজিটাল স্কেল সহ ইলেকট্রনিক জিনিস পত্র ঠিক করে। এই আগুলে সব কিছু পুরে ছাই হয়ে গেছে। এর ফলে পরিবার একদম পথে বসে গেছে।


গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু জানান, আগুন লাগার খবর পেয়ে আমি এসে দেখি রয়েলে বসতঘর পুরে ছাই হয়েছে এবং ঘরের সকল জিনিসপত্র পুরে গেছে। 


তিনি আরো বলেন যে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।  


  • মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি 
  • ০১৭১৯০৭৭৭৩২


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.