আটোয়ারীতে ১২ বিঘা জমির মিষ্টিকুমড়া কেটে নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ




পঞ্চগড় জেলার আটোয়ারী  উপজেলায়  রাতে বকুল চন্দ্র বর্মন নামের এক কৃষকের ১২ বিঘা জমির মিষ্টিকুমড়ার ফসল কেটে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক চারজনের নাম উল্লেখ করে

 

টোয়ারী  থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  অভিযুক্তরা হলেন, জাহেদ (২৩) পিতা গোলাম মোস্তফা, লুৎফর (৪০) পিতা মৃত সুবাহান আলী, কলিম উদ্দিন (৪৫) পিতা আজিজুল হক ও দুলাল চন্দ্র (২২) পিতা খেচা চন্দ্র সকলের গ্রাম ছোট দাপ, থানা আটোয়ারী, জেলা, পঞ্চগড়।





অভিযোগে যান যায়, ঠাকুরগাঁও  সদর উপজেলার রুহিয়া থানার উত্তর বোয়ালীয়া   গ্রামের কৃষক বকুল চন্দ্র বর্মন  ৩০ বিঘা জমি বর্গা নিয়ে আলু এবং  মিষ্টি কুমড়া চাষাবাদ করেন।


এরপর থেকেই স্থানীয় জাহেদ নামের ব্যক্তি বকুল চন্দ্র বর্মনের কাছে চাঁদা দাবি করেন। গত বৃহস্পতিবার  আমার ফসল দেখাশোনা  ফসল দেখতে যান কৃষক বকুল চন্দ্র । এসময় তিনি দেখেন তার ১২ বিঘা জমির মিষ্টি কুমড়ার গাছ কেটে নষ্ট করে দেয়া হয়েছে এতে করে আমার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।


কৃষক বকুল চন্দ্র  অভিযোগ করে বলেন,জাহেদ  দীর্ঘদিন ধরেই আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।


আমি চাঁদা না দিলে আমার আবাদীয় জমির  মিষ্টি কুমড়া নষ্ট করিয়া দিবে বলিয়া হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই আমি।




আটোয়ারী  থানার অফিসার ইনচার্জ আবু মুসা বলেন, বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.