still attribute

⁠☞⁠ "একুশে ট্রিবিউন একটি অনলাইন বৃহৎতম পাঠক প্রিয়ো গনমাধ্যম প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক শাহাজাদ ইসলাম কর্তৃক চালু করা হয়েছে। ঠাকুরগাঁও-৫১০১ ঢাকা বাংলাদেশ"মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

জেন–জি প্যাকেজ আনছে টেলিটক

প্রযুক্তি ডেস্ক রিপোর্ট 

টেলিটকের লোগো 


তরুণদের জন্য জেন-জি প্যাকেজ আনতে যাচ্ছে টেলিটক। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি)



পদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে এটি চালু করার প্রস্তাব দিলে তিনি প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শন করেন আইসিটি উপদেষ্টা।


 

এ সময় তিনি কর্মকর্তাদের টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দেন। নাহিদ বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহক সেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

 


 

উপদেষ্টা ফাইভ-জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে কর্মকর্তারা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ মাসেই ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট জমা দেবে।

 

টেলিটক তরুণদের জন্য জেন-জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

 

পরিদর্শনকালে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.