আটোয়ারীতে বিতর্কিত শিক্ষকই প্রশিক্ষক অত:পর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বর্জন

পঞ্চগড় প্রতিনিধি




পঞ্চগড়ের আটোয়ারীর প্রাথমিক শিক্ষা পরিবারে পপি আক্তার নামে এক বিতর্কিত শিক্ষককে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়ায় প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ বর্জন করেছেন। ১০ নভেম্বর সকালে উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত 




বিষয়ভিত্তিক (বাংলা) প্রশিক্ষণের প্রথম দিন ছিল। অভিযোগ সুত্রে জানা গেছে, ওই শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের সমগ্র শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীণ ও মনগড়া বক্তব্য উপস্থাপন করে একাধিক স্ট্যাটাস প্রদান করেন। 






এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সহ উপজেলার সকল শিক্ষকবৃন্দ গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে দুটো লিখিত অভিযোগ দায়ের করেন। 






উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন ও সম্পাদক বাহারাম সিদ্দিকী, প্রশিক্ষণার্থী শিক্ষক সেলিম রেজা, হাসান আলী ও জেসমিন আরা সুলতানা সহ আরো অনেক শিক্ষক জানান, কর্তৃপক্ষের উদাসীনতার কারনে উক্ত



 শিক্ষককে অভিযোগেগুলোর নিষ্পত্তি¡ না হওয়ার পূর্বেই তাকে প্রশিক্ষক হিসেবে ডেপুটেশন প্রদান করায় 





আমরা প্রশিক্ষণ বর্জন করেছি। পাশাপাশি পুণরায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। শিক্ষক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকগণ আক্ষেপ প্রকাশ করে আরো বলেন, প্রায় তিন মাস অতিবাহিত হলো ওই শিক্ষকের বিরুদ্ধে আমরা অভিযোগ 






দায়ের করেছি, অথচ কর্তৃপক্ষ অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান অভিযোগগুলোর সত্যতা শিকার করে বলেন, বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। #

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.