ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
![]() |
ছবি একুশে ট্রিবিউন |
ঠাকুরগাঁও২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটসোর্সিং বিভাগের কর্মচারীদের চাকরিতে বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মাচারী ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও। শনিবার দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণের হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২০২০-২১ অর্থবছরে ৬২ জনকে আউটসোর্সিং বিভাগে কর্মচারী হিসাবে নিয়োগ দেয় মেসার্স শরমী ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৪ বছর নিষ্ঠার সাথে কাজ করে আসছি। কিন্তু চলতি বছরের আগষ্ট মাস থেকে আমারদের রোস্টার খাতায় সাক্ষর করতে নিষেধ করছে। আমাদের নাকি চাকরি নাই।
এখন আমরা কি করব? এই কাজ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। এখন আমরারকি করে চলব।
আউটসোর্সিং কর্মচারি সেন্টু বলেন, আমি নিষ্ঠার সাথে কাজ করে আসছি, কোন রাজনৈতিক মহলের তদবিরে চাকরি নেইনি। বিগত সরকারের সময়ে আমার চাকরি হয়। আমি তো কাজ করেই টাকা উপার্জন করি। বসে বসে বেতন দেয়না।
আহসান হাবিব বলেন, বিগত সরকারের সময় শুধু কি আমরাই চাকরি নিয়েছি, আরো কত মন্ত্রনালয়ে কতজনে চাকরি করে। তারা তাহলে সবাই রাজনৈতিক তদবিরে চাকরি নিয়েছে।
ঠাকুরগাঁও
০৯.০৮.২০২৫
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞