রুহিয়া থানা প্রেসক্লাবের সাথে ঠাকুরগাঁও -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়

মোঃ বেলাল হোসেন রুহিয়া থানা প্রতিনিধি :

 




বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য প্রার্থী,মোঃ দেলাওয়ার হোসেন রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



বুধবার (২২ অক্টোবর ) রাত ৮ টার সময় রুহিয়া থানা প্রেসক্লাব কার্যালয়ে ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত থেকে মতবিনিময় করেন ঠাকুরগাঁও -১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান মোঃ দেলাওয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা জামায়াতে আমির মোঃ আব্দুর রশিদ, , সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান, ১ নং রুহিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মোঃ পবিরুল ইসলামসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ এবং রুহিয়া থানা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।



মোঃ দেলাওয়ার হোসেন তার বক্তব্যে বলেন, ২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে পিছিয়ে পড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমি আপনাদের সহ সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়াও তিনি গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়ে বলেন আপনারা সাংবাদিক সমাজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আপনারা সমাজের দূর্নীতি এবং অন্যায় তুলে ধরবেন এই আশা করি। তিনি আরও বলেন আমাদের ঠাকুরগাঁও দেশের উত্তরে একটি পত্যান্ত অঞ্চল এই এলাকায় মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি। আমরা বা আমাদের আমীরে জামায়াত সবসময় উন্নয়ন এবং দূর্নীতি মুক্ত বাংলাদেশ গরার পত্যয় নিয়ে কাজ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.