দিনাজপুরে গম ও ভুট্টার উদ্ভাবিত প্রযুক্তিসমূহের পরিচিতি ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ 

ছবি একুশে ট্রিবিউন 


বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক "গম ও ভুট্টার উদ্ভাবিত প্রযুক্তিসমূহের পরিচিতি ও সম্প্রসারণ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর নশিপুরস্থ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) সেমিনার রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, তুলা উন্নয়ন বোর্ডর নির্বাহী পরিচালক

ড. মোঃ রেজাউল আমিন,

সাবেক অতিরিক্ত সচিব

মোঃ আজিজুল ইসলাম, 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার সাবেক পরিচালক (প্রশিক্ষণ), মোঃ বেলাল উদ্দিন। 

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডাব্লিউএমআরআই'র পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) ড. মো. মাহফুজ বাজ্জাজ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিডাব্লিউএমআরআই'র

পরিচালক (প্রশাসন ও অর্থ)

ড. মো. আব্দুল হাকিম ও অনুষ্ঠান উপস্থাপনা করেন বিডাব্লিউএমআরআই'র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওরিন ইসলাম তমা। 

কর্মশালায় গম ও ভুট্টার উদ্ভাবিত নতুন প্রযুক্তিগুলি কৃষক এবং সংশ্লিষ্ট সকলের কাছে পরিচয় করানো এবং সেগুলির বিস্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। কর্মমালায় জানানো হয়, এ পর্যন্ত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গমের ৩৮টি জাত ও হাইব্রিড ভুট্টার ২০টি জাত উদ্ভাবন করেছে। কর্মশালায় গম ও ভুট্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা করা হবে বলে জানানো হয়।

এর আগে কর্মশালায় আগত অতিথিবৃন্দ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।

কর্মমালায় হাবিপ্রবির শিক্ষক, বিভিন্ন জেলা হতে কৃষি সম্প্রসারণ ও গবেষণা সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.