ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ট্রাকের ধাক্কায় তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রুহিয়া উত্তরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লাইলী বেগম (৩৮) সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. রফিকুল ইসলামের স্ত্রী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রফিকুল ইসলাম তার স্ত্রী ও এক সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে রুহিয়া চৌরাস্তা হয়ে আটোয়ারী বাজারের দিকে যাচ্ছিল ঠিক এ সময় আটোয়ারী বাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-০৯৪৪) রুহিয়ার দিকে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লাইলী বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর ট্রাকটি রুহিয়া সালেহা মাদ্রাসা ঈদগাহ সংলগ্ন একটি ফাঁকা স্থানে ফেলে রেখে চালক ও হেলফার পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নাজমুল কাদের জানান, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞