ডিম পাড়তে এসে প্রাণ গেলো" কাছিমের"


কক্সবাজার প্রতিনিধিঃ

বিডিসি টেলিভিশন 


কক্সবাজার সমুদ্র সৈকতে এবার ভেসে এলো ‘অলিভ রিডলে’ প্রজাতির ৩০ কেজি ওজনের একটি মৃত মা কাছিম।


বিপন্ন প্র্রজাতির সামুদ্রিক প্র্রাণীটির মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে বৃহস্পতিবার বিকেলে কাছিমটির ময়নাতদন্ত করেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এসময় কাছিমটির দেহে ১০৯টি পরিপক্ক ডিম পাওয়া গেছে। প্রজনন মৌসুমে উপকূলে ডিম পাাড়তে এসে কোনভাবে কাছিমটির মৃত্যু হয়েছে। কাছিমটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানান, বুধবার রাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে কচ্ছপটি ভেসে আসার খবর দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। পরে বৃহস্পতিবার দুপুরে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম মৃত সামুদ্রিক কচ্ছপটি উদ্ধার করে বোরিতে নিয়ে আসেন। বিকেলে সেটির ময়নাতদন্ত করা হয়। ধারণা করছি, সাগরে কোন জলযান বা জেলেদের জালে আটকা পড়ে কচ্ছপটি আঘাতপ্রাপ্ত হয়।


তিনি বলেন, সমুদ্র উপকূলে ডিম পাড়তে এসে প্রায়ই সামুদ্রিক কাছিমসহ বিভিন্ন প্রাণি মারা পড়ছে। 

কাছিমটির ময়নাতদন্ত করা জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, প্রায় ৩০ কেজি ওজনের মা কাছিমটির দৈর্ঘ্য ৩ফুট ৩ ইঞ্চি ও প্রস্ত ২ ফুট ৩ ইঞ্চি। এর বয়স আনুমানিক ৪০ বছর। পেটে ১০৯টি ডিম ছিল। ময়নাতদন্ত শেষে কচ্ছপটির দেহ ও ডিম গবেষণার জন্যে বোরির ল্যাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ইনানী সৈকতের শফিরবিল এলাকায় একটি ইরাবতী প্রজাতির ডলফিন ও অলিভ রিডলে প্রজাতির একটি কাছিম উদ্ধার করা হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.