রিটায়ারমেন্ট লেটার জমা দিলেন ডা. কৃষ্ণদাস মন্ডল।

 জুবায়ের আহমেদমা নিকগঞ্জ জেলা প্রতিনিধি,ঢাকা

বিডিসি অনলাইন 


দীর্ঘ সাইত্রিশ বছর চাকরির পর অবশেষে আজ রিটায়ারমেন্ট লেটার জমা দিলেন ডা. কৃষ্ণদাস মন্ডল।


ডা. কৃষ্ণদাস মন্ডল ছিলেন গরীবের ডা. খ্যাত একজন উদারমনা মানুষ।তার কাছে চিকিৎসা নিয়ে সুফল পেয়েছে হাজারো মানুষ,তার হাতে সুস্থ হয়েছে অনেক রোগী।

ডা. কৃষ্ণদাস মন্ডল, একজন সরকারি ডাক্তার যিনি তার সাইত্রিশ বছর চাকরিজীবনে কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন বিডিসি নিউজের সাথে।

তিনি ডাক্তার হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন ১৯৮৬ সালে।কর্মজীবনে বদলির জন্য বিভিন্ন সময়ে তাকে ছুটতে হয় বিভিন্ন স্থানে,বদলি হয়েছেন বিভিন্ন সাস্থ্য কমপ্লেক্সে।

বর্তমান, তার রিটায়ারমেন্ট এর সময় তিনি আছেন বলরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লক্সে। ২০১৮ সালের নভেম্বর মাসে তার এখানে স্থানান্তর হয়।এখানে এটা তার দ্বিতীয় বদলি।এর আগেও তিনি এই সাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন বলে জানান বিডিসি নিউজকে।

তার এতবছর চাকরি জীবনের বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে,সেবা দিতে পেরেছেন গ্রামীণ মানুষজনকে,সবসময় পাশে থাকতে পেরেছেন অসুস্থদের।আর এসবই তার প্রাপ্তি বলে জানিয়েছেন আমাদের।তিনি আরো বলেছেন, তার নিঃসঙ্গতা কাটানোর জন্য তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি বাজারে একটি ঔষুধের দোকান খুলেছিলেন অনেক আগেই।চাকরি থেকে অব্যাহতি নিলেও তিনি তার ঔষুধের দোকানে নিয়মিতই বসবেন এবং চেষ্টা করবেন আজন্ম মানুষের পাশে থেকে তাদের সেবা,পরামর্শ দেবার জন্য।

তার বিদায়ের সময় তিনি তার এতবছরের চাকরিজীবনের

আরো অনেক অবেগঘন কথা আমাদের সাথে শেয়ার করেন।তিনি বলেন তার চাকরিজীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সময় কেটেছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে, এ গ্রামের মানুষ বিশেষ করে যারা তার কাছে থেকে ঔষুধ নিয়েছেন ,যাদের সাথে তার সখ্যতা গড়ে উঠেছে তাদের তিনি কখনোই ভুলবেন না।

তার বিদায়কালে ব্যক্তিগতভাবে তার সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছে,সেটি খুব দ্রুতই প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.