মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
সম্প্রতিক - সড়ক দুর্ঘটনায় রাণীরবন্দরে বিআরটিসি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জনের নিহতের পর গুরুতর আহতদের মধ্যে উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের শাহাপাড়ার মৃত- জহির উদ্দিনের ছেলে মো: শাহিন আলম (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে।
দশমাইল-সৈয়দপুর মহাসড়ক রাণীরবন্দরে বিআরটিসির ধাক্কায় ভ্যান চালক সহ নিহত ৪ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় পথচারী ভ্যান চালকসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের
রাণীরবন্দর-খানসামা রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় নিহতরা হলেন গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যান চালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মোঃ নজু ইসলাম (৪০) এছাড়াও নিহত হয়েছে পথচারী চাকমা মধু ব্যবসায়ী পিতা অজ্ঞাত আরো ২ জন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৭ টার দিকে রংপুরগামী দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস রাণীরবন্দর বাজার এসে পৌচ্ছালে অপরদিক থেকে আসা দুই ভ্যান চালক ও দুই পথচারী মধু বিক্রেতাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম। এ ঘটনায় স্থানীয়রা বিআরটিসি বাসটি আটক করে মহসড়ক অবরোধ করে রাখে। পরিচিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এবং চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি-আবু হাসনাত খানের সার্বিক সহযোগিতায় পুনরায় যান চলাচল শুরু হয়।
❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞